কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি
সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ৭ নং কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষক দলের সদস্য মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান, জামাালপুর জেলা বি.এন.পি'র সভাপতি ও জামালপুর -৪ (সরিষাবাড়ী) আসনের এম.পি প্রার্থী জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি'র সহঃ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপি'র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির, , যুগ্ম আহবায়ক আলামিন, কামরাবাদ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আলামিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আলামিন শেখ প্রমুখ। আগত কৃষকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া প্রধান অতিথির কাছে তুলে ধরেন। তারা বলেন বিগত সরকারের আমলে কৃষকরা ভালো ছিল না। সারের দাম বৃদ্ধি, সেচের সময় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, বীজের দাম বৃদ্ধি সহ অসহনীয় দুঃখ -কষ্টে তাদের জীবন পার করতে হয়েছে। প্রধান অতিথি উপস্থিত কৃষকের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার বক্তবে বলেন, " বিগত আওয়ামীলীগ সরকারের আমলে লোটপাটের কারনে এআরএ জোট মিল বিক্রি করে সেখানে আবাসিক এলাকা হয়েছে। পপুলার জোট মিল বন্ধের পথে, আলহাজ জুট মিল বন্ধ রয়েছে। আমাদের মানববন্ধন ও তৎপরতার কারনে মালিক পক্ষ এটিকে গুটিয়ে নিতে পারছে না। আমি নির্বাচিত হলে কৃষকের ভাগ্য উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দিব।"