শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ মোঃ কিরণ মিয়া।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড সংলগ্ন, ভাড়ায় চালিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে, নগরবাড়ী টু পাবনা হাই ওয়ে রোডে মাঝ খানে ছাত্রছাত্রীরা রাস্তা বন্ধ করে সবাই বসে পড়ে। এবং একটা ছাত্রকে সাদা কাফন পরায়ে এবং হাতের শিকল পরায়ে। মানব বন্ধন করতে থাকেন। সর্বশেষ কথা হয় ক্যাম্পাস দিন, না হয় আমাদের কবর দিন। যতদিন পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের, বাজেট লিখিতভাবে পাস না করানো হবে ততো দিন পর্যন্ত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের, আন্দোলনও মানববন্ধন চলবে।