জয়নব
জেলা প্রতিনিধি নেএকোনা।
নেএকোনা জেলার সাতপাই এলাকায় রেল ক্রসিং এ একটি বাজার রয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় ( চাল, ডাল, মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদি )জিনিসপত্র ক্রয় করে। এখানে রয়েছে বেশ কিছু মুদি দোকান, সবজির দোকান, মাছের বাজার। মুদি দোকান গুলো এবং মাছের বাজার নিরাপদ স্হান এ রয়েছে। সবজির বাজারের বেশিরভাগ দোকান নিরাপদ স্হানে থাকলেও কেউ কেউ রেললাইনের উপর বসে সবজি বিক্রয় করছেন। মুলত বাড়তি কিছু অর্থ উপার্জন এর জন্য দরিদ্র ও স্বল্প আয়ের মানুষগুলো নিজের হাতে উৎপাদিত কিছু সবজি বিক্রয় করেন এখানে বসে। বাজার কমিটির এই বিষয়টি নিয়ে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেই। কিন্তু এই মানুষেরা জানেন না রেললাইনের উপরে বসে সবজি বিক্রয় করা কতটা ঝুঁকিপূর্ণ। একটু অসতর্ক হলেই রেললাইনের নিচে পড়ে জীবন যেতে পারে। জীবনের প্রয়োজনে অর্থের প্রয়োজন রয়েছে, তবে অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।