বি,এম ফরিদ। হাইমচর উপজেলা প্রতিনিধি।
মিসবাহুলউলুম মাদরাসার অফিস কক্ষে মাদরাসার উপদেষ্টা মন্ডলির একজন জনাব, মোঃ জামাল গাজী ইবনে সফিউল্যার আগমনে তাহার উপস্থিতিতে মাসিক মিটিং সহ মাদরাসার সার্বিক বিষয়নিয়ে আলোচনাকরাহয়। উপস্থিত ছিলেন মিসবাহুলউলুম মাদরাসার সম্মানিত, সভাপতি, জনাব, কামালউদ্দিন সেলিম। (এল,এল,বি) সেক্রেটারি, জনাব, মোঃ হেমায়েত হোসেন। সহ - সভাপতি, জনাব, মোঃ মহিউদ্দিন ভুইয়া। কোষাধ্যক্ষ জনাব, দেলোওয়ার ভুইয়া। জনাব, মাজহারুল ইসলাম। খায়ের ভুইয়া। প্রিন্সিপাল, শাইখ ইউসুপ মাদানী বলেন চাঁদপুরের দক্ষিণে এইমাদরাসার মাধ্যমে সহিদীনের দাওয়াতের কোন বিকল্পনেই শিক্ষার মান উন্নয়নেরজন্য প্রতিষ্ঠানে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনা পেশকরেন।