বিশেষ প্রতিনিধি,মোঃরুবেল মিয়া
সাদুল্যাপুর গাইবান্ধা সাদিকুল ইসলাম নামে এক কৃষকের জমি থেকে জোরপূর্বক আলুর গাছ কর্তন করেছে প্রতিপক্ষ লোকজন।
ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে
উপজেলা সাদুল্যা পুর
মহিপুর বাজার গ্রাম ফজোপাড়া প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত কৃষক সাদিকুল ইসলাম সাদুল্যাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সাদিকুল ইসলাম ওই গ্রামের
মৃত্যু নিজামুদ্দিনের ছেলে।
সাদিকুল ইসলামের অভিযোগে জানা গেছে তিনি তার বাড়ির পাশে দশ শতক একটি জমি পৈত্রিক সূত্রে ভোগ করে আসতেছে।
এইবারে ওই জমিতে আলুর বীজ রোপন করে গাছগুলো বড় হতে থাকলে ২৫ জানুয়ারি শনিবার দুপুর বেলায় একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও রতন মিয়া ও নয়ন মিয়া মৃত্যু ঈমান উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ও তার ছেলে আনোয়ার হোসেন ও আরো বহিরাগত ১০-১২লোকজন নিয়ে ওই জমি বেয়াদখল করার পায়ে তারা করছে।জমিতে থাকা আলুর কাজগুলো ক্ষতিসাধন করতে থাকে এ সময় সাদেকুল ইসলামে এর ভাই নুর আলম বাধা দেয়।
দিলে তারা বাধা না মেনে নুর আলম কে মারপিট করতে যায় সে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে যায়
এ ব্যাপারে সাদেকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে