মোঃ আসিফ, ভুয়াপুর উপজেলা প্রতিনিধি,
আজকে সকাল আনুমানিক সময় ৭:৩০ মিনিট গোপালপুর থেকে একটি মোটরসাইকেল ভুয়াপুরের উদ্দেশ্যে রওনা দিলে কুটি বয়রা বাজারের টানিং পয়েন্টে এসে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। টাকটি ভুয়াপুর থেকে তারাকান্দি যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়, এ সময় মোটরসাইকেলে থাকা চালক ওযাত্রী একজন মোটরসাইকেলের আরোহী মৃত্যুবরণ করেন আরেকজন গুরুতর আঘাত পায় তাকে এলাকার স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতলে পাঠিয়ে দেয়।মোটরসাইকেলে থাকা আরোহীর বাড়ি গোপালপুর উপজেলায়, তিনি আনুমানিক সকাল সাতটা তিরিশ মিনিট কুঠি বয়রা টানিঙ্গে আসলে এ দুর্ঘটনার মুখোমুখি হয়।