মো আবু নাঈম, পীরগাছা উপজেলা প্রতিনিধি
পীরগাছা ও কাউনিয়ার ভায়ারহাটে অসংখ্য মানুষের উপস্থিতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলা য় অংশগ্রহন কারী দল রাজারহাট পাগলাবাবা ফুটবল একাদশ বনাম অনন্দানগর ইউনিয়ন ফুটবল একাদশ মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ মোফাসসিরুল ইসলাম মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম আপেল সদস্য সচিব কাউনিয়া উপজেলা শাখা,
মোঃ মিজানুর রহমান সাদ্দাম সদস্য সচিব, রাজারহাট উপজেলা শাখা।
মহিজুল ইসলাম মোহন সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রংপুর জেলা,
সাজ্জাদ হোসেন- সভাপতি ছাওলা ইউনিয়ন শাখা,
ফজলুর রহমান শান্ত- সাধারণ সম্পাদক পীরগাছা সদর ইউনিয়ন,
মোঃ খাজিনুর প্রধান- সাধারণ সম্পাদক,
অন্নদা নগর ইউনিয়ন, মোঃ রিজভী রহমান- সাধারণ সম্পাদক টেপামধুপুর ইউনিয়ন, ও ছাত্রনেতা
রাশেদ বাবু, কানন, শাফিয়ার, পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা- সোহাগ, অর্পণ, আশিক, মোনাইম ইসলাম,
জনাব মোঃ নাজির হোসেন উপদেষ্টা মন্ডলী সভাপতি: নাজির হোসেন চেয়ারম্যান ৫ নং ছাওলা ইউনিয়ন পরিষদ।
,এস এম রেজাউল করিম বাবলু প্রধান শিক্ষক ভায়ার হাট উচ্চ বিদ্যালয় ও সিনিয়র সহ-সভাপতি ৬ নং টেপা মধুপুর ইউনিয়ন শাখা।
আবুল কাশেম বি, এস, সি,সহকারী প্রধান শিক্ষক ভায়ার হাট উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃ নুরুজ্জামান মাস্টার সহকারী শিক্ষক কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পরিচালনা কমিটির সভাপতি: আজগার আলী সভাপতি যুবদল ৩ নং ওয়ার্ড ও ইজারাদার ভায়ারহাট বাজার, কাউনিয়া ও
মোঃ কামরুল হাসান সরকার ছাত্রনেতা, ছাওলা ইউনিয়ন,
মো: রাশেদুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার