মোহাম্মদ আলমগীর উপজেলা প্রতিনিধি টেকনাফ
টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ও শিক্ষা ভবনের কাজ গত১৫/০১/২০২৫ ইংরেজি অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওলাদে রাসুল (সাঃ) প্রখ্যাত মুফাসসির সায়্যিদ আব্দুল মাজিদ নাদিম (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা আল্লামা শাহ সায়্যিদ ফায়সাল নদিম পাকিস্তান
আজ ২৪/০১/২০২৫ ইংরজি জুমাবার ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ও শিক্ষা ভবনের কাজ আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপনের মাধ্যেমে শুরু হল ৷আনুষ্ঠানিক ভিত্তি স্থাপনে উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক সাহেব , টেকনাফ তুলাতুলি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ সুফি সাহেব , আল্লামা মাহবুবুর রহমান মোজাহেরী , মাওলানা রফিক উদ্দীন সাবেক ভাইস চেয়ারম্যান ,দুবাই প্রবাসি মোহাম্মদ আব্দুল্লাহ এবং অত্র মাদ্রাসার ছাত্র-শিক্ষক বৃন্দ ও টেকনাফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিগন ৷ আমরা যারা মসজিদ ও দ্বীনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতে চাই তাদের জন্য এক সুবর্ণ সুযোগ এই মসজিদ ও শিক্ষা ভবনে দান করা তাই সকলের কাছেই বিনীতভাবে অনুরোধ আমরা যে যতটুকু পারি এই দ্বীনি প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেব বলে আশা ব্যক্ত করেন ৷দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক ৷