কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামাালপুর) প্রতিনিধি
জামাালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছেন ছানোয়ার হায়দার নামে এক এলজিইডি কর্মকর্তা। ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ছানোয়ার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের সহকারী কর্মকর্তা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ভূয়াপুরগামী ৩৭ নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশের সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন ছানোয়ার হায়দার। স্থানীয়দের ধারনা, নিহত ব্যক্তি হয়ত পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে আত্নহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় তারা খুবই মর্মাহত। সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামাালপুর মর্গে পাঠানো হয়েছে।