ফেনী, ফুলগাজী উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন ।
২১ জানুয়ারী ২০২৫ইং তারিখ বিকাল ৩ ঘটিকায়
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ১ নং ফুলগাজী সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ।
সভাপতিত্ব করেন জনাব কাজী আবু ইউসুফ মিয়া।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফেনী জেলা সভাপতি কাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক , সোনাগাজী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন খোকন।
ফুলগাজী উপজেলার সদস্য সচিব ও ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন, ফুলগাজী উপজেলার যুগ্ন আহবায়ক ফুলগাজী সরকারি কলেজের সাবেক জিএম সিরাজুল ইসলাম আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
কাজী আবু ইউসুফ মিয়া বক্তব্যে বলেন- দীর্ঘ ১৭/১৮ বছর এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন দুই বোন ছেলে-মেয়ে মিলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে নিয়ে তারা সম্পদের পাহাড় গড়েছেন।
আপনারা জানেন, আমেরিকাতে শেখ হাসিনার ছেলে জয়ের নামে ১৭ টি বাড়ি আছে এগুলো কাদের টাকা আপনার আমার টাকা।
এই ১৭ বছর কোন কৃষকের কাছে সরকারি কোনো অনুদান দেওয়া হয়নি। তারা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ মিলে সেই বরাদ্দ খেয়ে ফেলেছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান নিয়ে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করলে, কৃষক যে দলের হোক তার উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে থাকবে। কৃষককে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে এবং মঞ্চে উপস্থিত সকলে প্রত্যেক সময় কৃষকের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।