মোহাম্মদ আলমগীর হোসেন, টেকনাফ উপজেলা প্রতিনিধি
উখিয়া টেকনাফের মানুষ এবং সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠনে বক্তারা বলেন
সাম্প্রতিক সময়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য এবং রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডে টেকনাফ ও উখিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে এই অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।বর্তমানে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। পাশাপাশি, স্থানীয় পাহাড়ি এলাকায় গড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপহরণ বাণিজ্য এবং চাঁদাবাজির কারণে টেকনাফের মানুষ ভয় এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
প্রতিদিন অপহরণ করে স্থানীয়দের পাহাড়ে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে।
অপহরণের ভয়ে বর্তমানে কেউ সন্ধার পর কিংবা নির্জন সময়ে বের হতে পারছে না।
যখন যেদিকে কাউকে পেয়ে যায় গহীন পাহাড়ে নিয়ে গিয়ে অপহরণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উখিয়া টেকনাফের সচেতন নাগরিক সমাজ৷ সচেতন নাগরিক সমাজের দাবি গহীন পাহাড়ে সেনাক্যাম্প মোতায়েন করে যৌথ বাহিনীর মাধ্যেমে গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে এবং বক্তার আরো বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নির্ধারিত স্থানথেকে যেন বাহির হইতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কৃতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে৷ এবং যেকোনো মূল্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ জন্মভূমিতে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে৷ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দেশীয় সন্ত্রাসী লোকদেরকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির সম্মুখীন করা এখন সময়ের দাবি৷ ভুক্তভোগীদের স্বজনদের দাবি উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন কেউ তাদের ঠিকমত সাহায্য সহযোগিতা করে না ৷