মোঃ আবিদ হাসান- প্রতিনিধি
গত ২০২৪ সালে ডেপুটি প্রজেক্ট হেড পদবীতে ২৭৮% শতাংশ (মোট প্রিমিয়াম ১০ কোটি) টাকা লক্ষ্যমাত্রা অর্জন করে ডেপুটি প্রজেক্ট হেড হতে প্রজেক্ট হেড পদবীতে পদোন্নতি পেয়েছেন।
“স্মার্ট ড্রিম প্রজেক্টের প্রজেক্ট হেড মোঃ ওমর ফারুক জানান উক্ত প্রজেক্ট এর মাধ্যমে এক ঝাঁক স্বপ্নবাজ মানুষদের স্বপ্ন পূরণের সহায়ক হিসেবে কাজ করতে চাই।আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের অভিভাবক, বীমা শিল্পের আইকন, আমাদের প্রাণপ্রিয় সিইও এম এম মনিরুল আলম (তপন) স্যারের প্রতি।স্যারের প্রতি অগাধ বিশ্বাস ও তীব্র মনোবল নিয়ে স্রোতের বিপরীতে বেঙ্গলকে বুকে ধারণ করে এগিয়ে চলেছি।আশা করছি বীমা শিল্পে স্যারের হাত ধরে ব্যাপক পরিবর্তন আনতে পারবো।ইনশাআল্লাহ।