কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী পৌর শাখার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সয়য় উপস্থতি ছিলেন সরিষাবাড়ী পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানী, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারী মোঃ দেলোয়ার তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল করীম, অর্থ সম্পাদক মোঃ সুরুজ্জামান মাষ্টার, আইসিটি সম্পাদক প্রভাষক মনোয়ার হোসেন শিপন, ওলামা সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন আজহার প্রমুখ। বিতরণকালে পৌর আমীর গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এরই ধারাবাহিকতায় শীতকালে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবাই জামায়াতে ইসলামীর অন্যতম কাজ। ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।” সুবিধাভোগীদের জিজ্ঞেস করা হলে তারা বলেন,”এই শীতে আমরা শীতবস্ত্র পেয়ে খুব খুশি। আমাদের চাওয়া লাগেনি। তারা নিজেরাই আমাদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি বলে এসেছিল। তারা সত্যিকারের সেবক। এই জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্র ক্ষমতায় চাই।”