মোঃ রেজাউল হক, রায়পুর উপজেলা প্রতিনিধি
অদ্য নূরজাহান তাহফিজুল কুরআন মাদরাসার ২০২৫ইং সালের অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব এ বি এম মুহিউদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অন্যতম পরিচালক জনাব এ এইচ এম ইমাদ উদ্দিন। মতবিনিময় সভায় ২০২৫ইং সালের পাঠদান ও পরীক্ষার নীতিমালাসমূহ পড়ে শুনান পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক জনাব নাহিদা ইয়াসমিন নুসরাত। সভাপতির বক্তব্যে জনাব এ বি এম মুহিউদ্দীন বলেন, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত মতবিনিময় ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান আগাতে পারে না। একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু ছেলে-মেয়েদের পড়াশুনা করানো নয়, বরং সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। যাতে জ্ঞানার্জনের প্রতি মানুষ উদবুদ্ধ হয় এবং সুনাগরিক তৈরি হয়। প্রধান আলোচক এ এইচ এম ইমাদ উদ্দিন বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে।
আমাদের লক্ষ্য হল, সদকায়ে জারিয়ার ব্যবস্থা করা। নবিজী সা. এর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্র-ছাত্রীদের পাঠদান করা ও কুরআনে হাফেজ তৈরি করা -এই তিনটি কাজই সদকায়ে জারিয়া। সুতরাং আমরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনটি সাদকাই লাভ করতে পারবো, যদি সবাই সহীহ নিয়্যতে কাজ করতে পারি। মতবিনিময় সভায় অভিভাবক-অভিভাবিকাগণ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকবৃন্দের পক