মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
আগামী ১৮/০১/২০২৫ খ্রিঃ লালমনিরহাট জেলাস্থ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক স্কলার ডক্টর জনাব মিজানুর রহমান আজহারী আগমন ও মাহফিল চলাকালে জেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অদ্য ১৭/০১/২০২৫ খ্রিঃ বিকেল ১৬:০০ ঘটিকায় লালমনিরহাট জেলার পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।
সভাপতি মহোদয় সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক স্কলার ডক্টর জনাব মিজানুর রহমান আজহারী আগমন ও মাহফিল চলাকালে জেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারীত্বের সাথে ডিউটি পালন করতে নির্দেশ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব জয়ন্ত কুমার সেন’সহ ডিউটিতে মোতায়েনযোগ্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।