কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামাালপুর) প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলারয় আজ শুক্রবার বেলা সাড়ে এগারো টায় তারাকান্দি উত্তরপাড়া এলাকায় বিপুল মিয়াকে (৫০) ধারালো অস্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহত বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া গ্রামের বিপুল ও আপেল মিয়ার মধ্যে ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ শুক্রবার সাড়ে ১১ টায় আপেল মিয়া ও তার ভাগিনা রাব্বি সহ তাদের দলবল বিপুল মিয়ার ওপর ধারালো অস্র এলোপাতারি কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপানো হয়। আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আপেল মিয়ার মা (৬৫) কে পুলিশ আটক করেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ থানায় আনা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
খুনির ছবি সংযুক্ত