মোঃ সামসুজ্জামান বদরগন্জ উপজেলা প্রতিনিধি
রংপুর জেলা কার্যলয়ে তারুনের আইকন গনঅধিকার পরিষদ এর সভাপতি জনাব নুরুল হক নূর ও মুখপাত্র ফারুক তাদেরকে ফুলদিয়ে শুভেচ্চা জানায় সকল নেতা কর্মী মুখপাত্র ফারুক বলেন ইতিমধ্যে গনঅধিকার পরিষদ ৩০০আসনে প্রাথী দেয়ার জন্য কার্যক্রম শুরু করেছে, আমরা স্পষ্ট করে বলেছি গনঅধিকার পরিষদ তারুণ্যের একটি শক্তিশালী রাজনৈতিক দল,এদেশের মানুষ বিগত ৫৪বছর দেখে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এদেশ দেশের মানুষ কে শোসন করেছে কিন্তু জনগনের কোন কল্ল্যানে কাজ করেনি ও কার্যকর ভূমিকা রাখেনি তাই বাংলাদেশের জনগন বিকল্প শক্তি চায় বিকল্প রাজনৈতিক দল চায় নতুন নেতৃত্ব চায় এবং আমরা আশা করি সকলে সম্মতিতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গনঅধিকার পরিষদকে আনতে পারি ৫৪ বছরে নির্যাতন নিপিড়ন থেকে মুক্ত করে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে আসবো ইনশাআল্লাহ,আমি বলতে চাই রংপুরের মানুষ কে নিয়ে বিগত সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ছিনিমিনি খেলছে,তারা বার বার উত্তর অন্চলের মানুষে আশা ভঙ্গ করেছে,বাস্তবে তারা আশা দিয়ে কোন উন্নয়ন করেনি,তাই পরিস্কার বলতে চাই এই উত্তর অন্চল আর অবহেলিত থাকবেনা,দীর্ঘদিনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনাই, আমরা কথা দিচ্ছি গনঅধিকার পরিষদ যদি ক্ষমতায় আসে তাহলে বাস্তবায়ন করবো,রংপুরের মানুষের কর্ম সংস্থান করবো ইনশাআল্লাহ,,এসময়ে বক্তব্য সম্মানিত সভাপতি নুরুল হক নূর নেতা কর্মীদের শুভেচ্চা জানিয়ে বলেন গনঅধিকার পরিষদ একটি ব্যাতিক্রম দল কোন সেনা ছাউনি কিংবা কোন সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়নি গনঅধিকার পরিষদ আন্দোলনের মাধ্যমে গঠিত দল তাই ১৮কোটা আন্দোলন ও ২৪ গনঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে,তরুন প্রজন্ম মনে করে ফ্যাসিবাদ রাষ্ট্র ব্যাবস্তা পরিবর্তনের দরকার,তাই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ গড়ে তুলতে চাই,তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের আহবানে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই প্রকমনিশন বিষয়ে সকলে মিলিত হয়ে মত দিয়েছি,দলমত নির্বিশেষে সবাই কে এক্যমত থাকার আহবান জানায়,বক্তবে আরো বলেন আওয়ামী সরকারের দুর শাসন কারনে স্বাধীনতা সার্ভমত্য কে দুর সংকটে ফেলেছিলো যার কারনে গনঅভ্যুত্থানে মাধ্যমে পতন করেছি, জাতীয় নির্বাচনে ব্যাপারে প্রধান উপদেষ্টা পরিস্কার জানিয়েছে জনগন যদি শুধু মাত্র সংক্ষিপ্ত সংস্কার চান তবে এবছরের ডিসেম্বরে মধ্যে আর যদি পুরো সংস্কার চান তাহলে আরো ৬মাস সময় বেশি লাগতে পারে,নুর আরো বলেন শুধুমাত্র একটি নির্বাচনে জন্য এই গনঅভ্যুত্থান হয়নি,রাষ্ট্র পূর্নগঠন মেরামত সংস্কার মাধ্যমে গনতান্ত্রিক মানবিক জনঅকাঙ্খা বিনিমানের রাষ্ট্র সংস্কার জরুলি,তিনি বলেন বর্তমান সরকারে কার্যক্রম গতিশীল করতে স্থানীয় করকার নির্বাচন আগে দরকার তারপরে জাতীয় নির্বাচন,,আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহন ব্যাপারে আরো বলেন যে দল এতগুলো মানুষকে গুলি হত্যা করেছে রাজপথে রক্ত ঝরিয়েছে সেই আওয়ামীলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, তাই সকলে কে এক্য থাকার আহবান জানিয়েছে