আবু নাঈম, পীরগাছা উপজেলা প্রতিনিধি
ক্যালেন্ডারের পাতায় বছরের শেষে কনকনে শীতের আবির্ভাব এমন তা অবস্থায় নতুন বর্ষের আগমন ঠিক তখনই পীরগাছা মিলিনিয়াম চাইল্ড স্কুলের দিন ব্যাপী চতুর্থ বর্ষ উদযাপন, চূড়ান্ত ফলাফল,অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজনু মিয়া (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ঢাকা ) জনাব মোঃ ফারুকুজ্জামান ডাকুয়া একাডেমিক সুপারভাইজার উপজেলা শিক্ষা অফিস পীরগাছা, জনাব মোঃ মাহমুদুল হাসান ইমরান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ পীরগাছা সরকারি কলেজ, জনাব সুমন চন্দ্র চেয়ারম্যান দীনেশ ফাউন্ডেশন, জনাব মোঃ গোলাম ফারুক লাল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ৩ নং ইটা কুমারী, জনাব রওশন জামিন ছাত্র সমন্বয়ক পীরগাছা উপজেলা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বজলুর রশিদ মুকুল চেয়ারম্যান ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোঃ মুজাহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মিলিনিয়াম চাইল্ড স্কুল ও জনাব মু. আবু নাঈম প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিলিনিয়াম চাইল্ড স্কুল, সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সি ও মিলিনিয়াম চাইল্ড স্কুল। সকাল ১১ টায় কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মিলিনিয়াম চাইল্ড স্কুলের থিম সং শুরু করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দু তাদের বক্তৃতায় মিলিনিয়াম চাইল্ড স্কুলের চারিদিকে পড়াশোনা সুনাম, হাতের লেখনী শক্তি, শিক্ষার্থীদের মঞ্চে গানের অনুষ্ঠান, বক্তৃতা, আবৃত্তি,এগুলো দেখে তারা অনেক মুগ্ধ হয়েছেন এবং প্রতিষ্ঠানটির জন্য উত্তরোত্তর উন্নতি কামনা করেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বক্তৃতায় বিগত তিন বছরের তাদের সাফল্য তুলে ধরেন শিক্ষার্থীদের ফলাফল, শ্রেণী কক্ষের পাঠদান, পদ্ধতি, শিক্ষকদের সর্বোচ্চ যোগ্যতা, শিক্ষার্থীদের গান, নৃত্য, ইংরেজিতে কথোপকথন, বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাংকনের অগ্রগতি তুলে ধরেন এবং ২০২৫ সালের শিক্ষার্থীদের মেধার ক্রমবিকাশ ঘটাতে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের তৃণমূলের সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন।
বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষ নিজে সাজতে এবং অন্যদের বিচিত্রভাবে সাজাতে পছন্দ করেন আজ আমরা এই অনুষ্ঠানকে গার্জিয়ান অ্যাসেম্বলি ও প্যারেন্ট অ্যাসেম্বলি বলতে পারি। এই প্রতিষ্ঠানটি শুধু পীরগাছা না রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্টত্বের দাবিদার।