সম্পাদকীয়
ফ্যাসিষ্ট সরকারের মিথ্যা ও হয়রানীমূলক মামলায় দীর্ঘ ১৭ বছর কারা ভোগ শেষে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অভমুক্ত হতে যাচ্ছেন লুৎফর জামান বাবর।
অধির আগ্রহ উত্তেজনার মধ্য দিয়ে অপেক্ষার পহর গুনছেন তার পরিবারের সদস্য ও অসংখ্য নেতৃবৃন্দ।
কানায় কানায় পরিপূর্ণ হয়েছে কারাগার এর গেইট। অধির অপেক্ষা আর আনন্দের চাপ সকলের মুখে
দীর্ঘ ১৭ বছর পর লুৎফর জামান বাবর কে কাছে পাচ্ছেন তার স্ত্রী ও সন্তানরা। আজ অপেক্ষার পহর জেন অনেক দীর্ঘ হয়ে পড়েছে তাদের কাছে। তার পরেও এই অপেক্ষা অনেক আনন্দের বলে জানান তারা।