লামা উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল
লামা রূপসীপাড়া প্রধান সড়কের পাশে পোস্ট অফিসের সামনে যে ডাস্টবিনটি আছে এটি ময়লার স্তুপে ভরা এবং দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটি আছে।যার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী চরম দুর্ভোগকে ভুগছে। লামাতে প্রায় ১০ থেকে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রধান সড়কটি দিয়ে যাতায়াত করে। শিক্ষার্থী এবং পতচারীদের সাথে কথা বললে তারা জানায় যে এ রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন এই ডাস্টবেন্ডের পাশ দিয়ে যাওয়া লাগে তখন তাদের নাক মুখ বন্ধ করে যেতে হয় বিভিন্ন সময় নাকি তীব্র দুর্গন্ধের কারণে অসুস্থ হয়েও পড়ে। তাই শিক্ষার্থী এবং পথচারীদের দাবি এটির একটি সুপরিকল্পিতভাবে ভাবে ব্যবস্থা নেওয়া জন্য। তাই এটার একটা সুব্যবস্থা নেওয়ার জন্য পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি