মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
প্রতি বৃহস্পতিবার সকলের সাহায্যে ও সহযোগিতায় লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন চত্বরে দুস্হ,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এক বেলা ভাল খাবারের আয়োজন করে আসছে এই নদী ভাংগা পরিষদ। দীর্ঘ ১৪ বছর ধরে এই সংগঠনটি প্রতি বৃহস্পতিবার দুস্হদের সেবায় খাবারের আয়োজন করে থাকে। শুধু আল্লাহর পাবার আশায়। বৃহস্পতিবারে রাত হলে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন চত্বরে গরীব,দুস্হ,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এক বেলা ভাল খাবার মুখে তুলে দেয়া তাদের কাজ। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এম,এ, হান্নান বলেন আমরা দীর্ঘ ১৪ বছর ধরে সকলের সাহায্যে ও সহযোগিতায় লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন চত্বরে এই অসহায় মানুষ গুলোকে খাওয়াতে পেরে তারাও খুশি আমরাও খুশি।
এই সংগঠনের প্রচার সম্পাদক মো : ফজলুল হক মানিক বলেন আমরা এখানে অনেক পাগল,অসহায়, বৃদ্ধ মানুষ যাদের বাড়ি ঘর নেই অনেক অসুস্থ হয়ে পড়ে থাকে। তাদের চিকিৎসা সেবা বেওয়ারিশ লাশ দাফন ব্যবস্থা করে থাকি। সেচ্ছায় রক্ত দান প্রতি বছরে দুস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এই সংগঠনটি।আমাদের সেচ্ছায় বিনাশ্রম করে থাকি। বৃহস্পতিবার হলে যে যার কর্মব্যস্তা সেরে চলে আসে মানবতার সেবায় শামিল হতে। নদী ভাংগা পরিষদের আয়োজনের সেচ্ছাসেবীরা হলেন, মো: জি,এম,জাহাঙ্গীর আলম,মিথুন শেক ,নূরুজাম্মান,কাজল,
মিলন শাহী সবাই সদস্যবৃন্দরা আয়োজন শামিল হয়।শুধু আল্লাহকে পাবার আশায়।
প্রধান উপদেষ্টা মিমফিয়ার বলেন আমরা এই আয়োজনটি করি শুধু দুস্হদের সেবায় আর কিছু নয়।
উপদেষ্টা
জি,এস,বাবু,জাকির হোসেন,শরিফুল,আক্তারুল জামান লিটু,মো: আফজাল হোসেন,প্রিন্স মাহামুদ,মোর্শেদ আকাশ,আরো অনেকে।
এবং সহ সভাপতি মো: শামীম হেসেন বলেন আমরা সবাই বাসায় ভাল খাবার খেয়ে থাকি। কিন্তু রাত হলেই রেলওয়ে ষ্টেশন চত্বর অনেক পাগল,অসহায়,বৃদ্ধ মানুষ গুলোকে এক বেলা পেট পুরে খেতে পারে না। শুধু তাদের খাওয়াতে পেরে নিজেরাই খুশিতে ভরে যায়। আরো বলেন আমাদের সমাজে অনেক বৃদ্ববান আছে তারা যদি আমাদের সাহায্যে ও সহযোগিতা হাত বাড়িয়ে দিতো তাহলে আমরা প্রত্যকটি বিভাগীয় ষ্টেশন গুলোতে এই সংগঠনটি দুস্হদের জন্য খাবারে আয়োজন করা যেতো।এবং আরে ভাল খাবারের ব্যবস্থা পরিচালনা করা যেতে।