মোহাম্মদ উল্লাহ
দৈনিক জাগ্রত সংবাদ
সেনবাগ উপজেলা প্রতিনিধি
৪নং দক্ষিন কাদরা যুবদলের উদ্যোগে মিনি ফুটবল টুনামেন্ট ২০২৫ই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ সিফাত একাদ্বশ বনাম মাহফুজ একাদ্বশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ছাত্র সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক
জনাব ইয়াছিন আলী বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভা সফল কাউন্সিলর জনাব
মহিন উদ্দিন
সেনবাগ কলেজের সাবেক এ জি এস জনাব
বশির উল্লাহ রিপন
সেনবাগ পৌরসভা ছাত্র দলের সংগ্রামী আহবায়ক জনাব আলাউদ্দিন।
৪নং ওয়ার্ড় ছাত্র দলের সাবেক সংগ্রামী ছাত্র নেতা জনাব সাইফুল ইসলাম হৃদয়।
৪নং ওয়ার্ড় যুবদলের একনিষ্ঠ কর্মী ও মাষ্টার জনাব
নূরউদ্দিন জাহাঙ্গীর।
দৈনিক জাগ্রত সংবাদ পত্রিকার সেনবাগ উপজেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ উল্লাহ
সহ আগত আমন্ত্রিত অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় সিফাত একাদ্বশ কে হারিয়ে মাহফুজ একাদ্বশ (০১–০২)বিজয় অর্জন করেন। উক্ত খেলায় দর্শক এবং এলাবাসী উপভোগ করেন। উৎসুক জনতার আনন্দ বিরাজমান খুবই দৃশ্যমান। আনন্দ ঘন পরিবেশ ছিল।
সমাপ্তি ঘোষণা করেন জনাব সাইফুল ইসলাম হৃদয়।