বি,এম ফরিদ হাইমচর প্রতিনিধি।
হাইমচরের – ই কৃতিসন্তান জনাব, এড, শাহজান মিয়া ( বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি চাঁদপুর শাখা।) হাইমচরের সন্তান ই দাড়িপাল্লা প্রতিকনিয়ে প্রতিযোগিতায় লড়বেন ইনশাআল্লাহ । সংসদ সদস্য পদে তার ই ধারাবাহিকতায় মাঠে সামাজিক কাজের মাধ্যমে সহযোগীতায় ছিলেন হাইমচরের জামায়াতে ইসলামীর আমির জনাব, মোহাম্মদ আবুলহোসেন সাহেব। অসহায় মানুষের খেদমতে অংশগ্রহণ করেন ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব, মোঃ হাফেজ। শ্রমিক কল্যানফ্যডারেশনের সভসপতি, জনাব, হাফিজ আহাম্মদ। এবং হাইমচরে জামায়াতে ইসলামীর মুরব্বী গুনিজন শ্রদ্ধা ভাজন ব্যক্তি সাবেক সভাপতি, জনাব , আলিআজগর সাহেব। এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকলকে এভাবে দুস্ত,অসহায়, গরীব ইয়াতিমদের পাসে যেকোন সহযোগিতায় সকল শ্রেনী পেসার মানুষ কে দাড়ানোর আহ্বান করেন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল গন।