মো: ফজলুর হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পাটিকা পাড়া ও লালমনিরহাট বুড়িমারী মহা সড়ক এলাকা ঘুনটি ঘর বা বটতলার সড়কের পাশে এক ছোট বসত বাড়িতে একটি সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই বসত বাড়িতে ঢুকে গেলে সেই বাড়িতে ঘুমন্ত অবস্থায় দাদি ও নাতি দুজনে আটকা পড়ে। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিস এসে প্রায় দের ঘন্টা পরে জীবিত অবস্থায় নাতি কে উদ্ধার করছে। দাদি মৃত অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসী কথা বলে জানাযায় সাগর ও তার বউ দুইজনে ঢাকায় চাকুরী করে তার বসত বাড়িতে তার মা নূরবানু( ৫৫) ও তার ছেলে থাকতো আজ ১৩/০১/২৫ ইং তারিখে ভোর রাএে ফজর নামাজের পড়ে ট্রাক ভর্তি সিমেন্ট সহ ও বসত বাড়িতে ঢুকে যায় এবং দাদি এবং নাতি আটকা পড়লে পরে স্হানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে নাতি ও দাদিকে উদ্ধার সক্ষম হয়।কিন্তু দাদিকে মৃত অবস্থায় উদ্ধার করে।এলাকায় লোকজন ট্রাকটি আটক করে বলে জানিয়েছে।এখনো এলাকায় এখনো থমথমে বিরাজ করছে।