মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
আজ দুপুরে লালমনিরহাট রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে।জেলা শহরের প্রাণ কেন্দ্র বি,ডি,আর,গেট ও তার আশপাশের গড়ে উঠা ফল পট্টি ও আলোচিত মামুন মার্কেটের প্রায় দেড় একর জায়গায় উপর দোকান গুলো ভেকু দিয়ে ভেঙ্গেচুরে গুরিয়ে দিয়ে জায়গা গুলো উদ্ধার করা হয়। উপস্থিত ছিলেন মো: আব্দুল রাজ্জাক সহকারী ভূ কর্মকর্তা বলেন কোন প্রকার কাগজপএ না থাকায় ও অবৈধ স্থাপনা গুলো উদ্ধর্তন কর্মকর্তার নির্দেশনায় উচ্ছেদ করা হয়।আরো উপস্থিত ছিলেন মো: সোরাব উদ্দিন (এস,এস,এ,ই ওয়ার্ক) ও তহিদুল ইসলাম সহকারী প্রৌকোশলী এবং আর,এন,বি, জি,আর,পি ও সদর থানার পুলিশ রেলওয়ে কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকা অবস্থায় রেলওয়ে অবৈধ জায়গা উদ্ধার করা হয়।