বি,এম, ফরিদ, হাইমচর উপজেলা প্রতিনিধি
হাইমচর, সদর আলগীবাজার , চাঁপুর জেলার অন্দরে নদী মাতৃক চকচকে রুপালী ইলিশের আসলস্বাদ বিশেষ করে হাইমচর, তেলিড় মোড়, চরভৈরবি মাছের আরদ ই প্রসিদ্ধ এ স্থানের ইলিশ মাছে ই প্রকৃত স্বাদেভরা। হাইমচর, আলগীবাজারে রয়েছে হাইমচর উপজেলা, হাইমচরসাস্থ কমপ্লেক্সে, হাইমচর থানা, ভুমিঅফিস সোনালি ব্যংক সহ প্রায় ৮ - ১০ টি ব্যংক সহ হাইমচর বাসির গুরুত্বপূর্ণ বাজার। সবমিলে আলগীবাজারের প্রতিটি রাস্তা গলি লোকালয়ে জমজমাট থাকে এরই ধারাবাহিকতায় পুর্বের থেকেই বাজারে অটো রিক্সা, সি এন জি সহ জানজটের কমতিনেই ৫ ই আগস্ট এর পর থেকে অটো রিক্সা, ভেন, সি এন জি এবং ভেন হকার রাস্তায়, রাস্তার মোরে, হাসপাতালের পাসে গেইটে চলেআসছে অতিরিক্ত জানজট সাধারন জনগন ভোগান্তির সিকার। হঠাৎ করে চলছে পোরো হাইমচরে সকলস্থানে সুনাজাচ্ছে জি পি নামে অটোরিকশা থেকে নেওয়া হচ্ছে রীতিমত চাঁদা। বিভিন্ন মাধ্যমে আমরা জানতেপাই। হাইমচর উপজেলা প্রশাসন, আলগী বাজার ব্যবসায়ি কমিটি এবং হাইমচর থানাপুলিশ সহ সমন্বয়ে যানজট নিরসনে একটি কমিটিগঠনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াহয় আলগীবাজারে ৫ টি অটো স্টেন্ড এ ১০ জন জনশক্তি শ্রমিক বাজারে শ্রিংখলার কাজে নিয়োগ দেওয়াহয়েছে এই চাঁদা,/জি পি বা অর্থ আদায়করে সেবাদানের বিনিময় দেওয়া হবে। আমরা একাধিক অটো চালকের কাছথেকে জানতেচাইলে তারা কেউ বলেন স্টেন নাই রাস্তাথেকে ২০ টাকা করে এটা চাঁদা নিচ্ছে, আবার অনেকে ই বলেছেন যে আমারকাছে এখনো কোন চাঁদা চায়নাই, তবে অটোর সামনের গ্লাসে যে অটো যে দিকের ঐ স্থানের নামে গোলস্টেকার লাগাচ্ছে একদল সেচ্ছাসেবী। আর ভোক্ত ভোগিদের মতামত হলো এদেরকে রাস্তায় চাঁদা না নিয়ে নির্দিষ্ট স্থানে পুর্বেরন্যয় অটোস্টেন্ড নির্ধারনকরলে আর এই চাঁদা নামক অপবাদটা থাকবেনা। রাস্তায় এভাবে চাঁদা নিলে ২০ টাকার কমনিতে হবে যেহেতু আলগীবাজারে প্রায় ১৫ শত থেকে ২ হাজার অটো চলাচল করে। তবে প্রশাসন এই শিদ্ধান্ত নেওয়ায় পুর্বেরচেয়ে বাজারে জানজট কমতে শুরুকরেছে কিছু ব্যবসায়িরা জানান চাঁদার হার কমিয়েদিয়ে সেচ্ছাসেবক ১০ জনের স্থানে আরো জনবল বাড়িয়ে জানজট নিরশনকরাহলে ব্যবসায়ীরা উপকৃতবহে।