মোঃ খসরুজ্জামান কবীর
মধ্যনগর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মোটরসাইকেল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৬ জানুয়ারী দুপুর ১ ঘটিকার সময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সজিব রহমান এর দিক নির্দেশনায় সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সর্বজনীন কালী মন্দিরের সামনে থেকে মাদকদ্রব্য সহ একটি প্লাটিনা মোটরসাইকেল ও তিন জন নিজের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। এ সময় আরো কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। এরমধ্য গ্রেফতারকৃত আসামিরা হল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাহাদুরপুর গ্রামের বকুল মিয়ার ছেলে মোঃ রবিন ২৪ এবং ধর্মপাশা উপজেলার বেখুজুরা গ্রামের মালেক মিয়ার ছেলে বাবু মিয়া ২০ । উদ্ধার কৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা এবং অভিযুক্ত পলাতক আসামিরা হল দুগনুই গ্রামের শফিক মিয়ার দুই ছেলে বিপুল মিয়া ২৫ ও তৌফিক মিয়া ৩৮ এবং কালামিয়ার ছেলে শফিক মিয়া ৫৫ এ ঘটনায় মধ্যনগর থানায় মামলা রযু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ বলেন মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।