বি,এম ফরিদ হাইমচর প্রতিনিধি।
চাঁদপুরের দক্ষিণে সর্ব প্রথম সহি আকিদার প্রতিস্ঠান মিসবাহুল উলুম মাদরাসা,হাইমচর, চাঁদপুর।
২০২৫ সালের নতুন বই মাদরাসা কতৃপক্ষ
কোমলমতি শিশুদের হাতে পৌঁছে দেওয়ায় ছাত্র/ ছাত্রীরা আনন্দে মুগ্ধহয়ে বইমেলার পরিবেশে পরিনত হয়। প্রতিষ্ঠানের লাইব্রেরি তে হাদিস,কুরআন তাফসির, ইসলামি সাহিত্য বই কিনতে আগ্রহ প্রকাশ করেন অভিবাবক ও বিভিন্ন পেশার মানুষ।
বই বিতরনে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল জনাব, আবুহানান ( ইউসুফ) মাদানি ( মদীনা ইউনিভার্সিটি সৌদিআরব) সভাপতি, জনাব, কামাল উদ্দিন সেলিম।( এল,এল,বি) সহ -সেক্রেটারি বি,এম ফরিদ।সহ মাদরাসার সিনিয়র এবং সহকারী শিক্ষক মন্ডলি। বই পড়ার বিকল্প নাই, বই দিয়ে আলোছড়াই। প্রতিষ্ঠান টি ২০১৮ সাল থেকে সুনামের সাথে নুরানি, নাজেরা, হেফজ সাখা, কেতাব সাখায় অষ্টম শ্রেণি পাঠদান সহ। মহিলা সাখা ও চলমান রয়েছে।