বি,এম ফরিদ। হাইমচর উপজেলা প্রতিনিধি।
চাঁদপুর, হাইমচরে ২নং উত্তর আলগী ইউনিয়নের, নয়ানী পাঠাগারে ০৭ জানুয়ারী রোজ মঙ্গলবার, সকাল ৭ টায় ইউনিয়ন বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত, সেক্রেটারি জনাব, মোঃ জসিমউদ্দিন (বাহার)। উত্তর ইউনিয়নের আমির জনাব,ওমর ফারুক। ইউনিয়ন সেক্রেটারি জনাব, মোঃ মামুন প্রমুখ। ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি। উপজেলা সেক্রেটারি প্রত্যেক ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি দের রিপোর্ট পেশকরতে বলেন। পেসিস্ট দের ভাষায় জেখানে জঙ্গি অপবাদের ট্রেডিং দেওয়ার কথা সেখানে তাদের রিপোর্টে আসছে এজকন সভাপতি,সেক্রেটারি ১ মাসের জামাতে কতওয়াক্ত নামাজ পড়েছেন, দাওয়াতি কাজ কতজনকে দিয়েছেন সংখ্যা, সমাজে বিরোধ মিমাংসা, জানাজার নামাজ সংখ্যা, কুরআন তেলাওয়াত, ইসলামি সাহিত্য কত পাতা, সামাজিক কাজের হিসাব, বৃক্ষ রোপন, রুগিরসেবা, নবজাতক শিশু দেখাশোনা, টেকনিক্যাল কাজের হিসাব, পারিবারিক বৈঠক আরো অনেক দ্বিনি কাজের হিসাব লিখিত ভাবে নেতারকাছে পেশকরা। অবশেষে বেরিয়ে এলো থলেরবিড়াল জামায়াতে ইসলামীরা এভাবে মৌলবাদী।