মোঃ মনির হোসেন গাজী, জেলা প্রতিনিধি গাজীপুর
তারিখ: ৫ জানুয়ারি, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ শ্রীপুরের লতিফপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ ও পরিবেশগত ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপনের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জনাব ফয়জুন্নেছা আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ঢাকা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মইনুল হক, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, গাজিপুর।
অভিযানে মেসার্স এল,বি,এম-২ ব্রিকস, মেসার্স এল,বি,এম ব্রিকস এবং মেসার্স কেবিএম ব্রিকস নামক তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়। প্রতিটি ইটভাটার মালিক যথাক্রমে লিয়াকত আলী শেখ, শহীদুল্লাহ, এবং আবুল কাশেম। অভিযানে কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।