মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জেরে আজ ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২১ জন আহত হয়েছে।
মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে একই গোষ্ঠীর ফিরোজ সর্দার ও মাহফুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। বিকেলে ক্রিকেট খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ ২১ জন আহত হয়,তবে স্থানীয়রা এবং হাসপাতালের তথ্য অনুযায়ী ফিরোজ সর্দারসহ তার প্রায় ১৫/১৬ জন লোক আহত হয়।
আহত ফিরোজ সর্দারের বড় ছেলে ধনু মিয়া জানান,এই সম্পূর্ণ ঘটনা মাহফুজের পূর্ব পরিকল্পনা সে আমাদের সাথে অনেক দিন আগে থেকেই বিভিন্ন ভাবে ঝামেলা করতেছে,আজ ক্রিকেট খেলাকে ইস্যু করে আমার পরিবার ১৫/১৬ জনকে আহত করল,বাড়ি ভাংচুর করল,১টা সিএনজি ভাংচুর করল,আমার বাবার অবস্থা খুবই খারাপ।
মাহফুজ গ্রুপের ও কয়েক জন আহত হয়।আহতরা হলেন, কাদির মিয়া(৭৫), নাছির মিয়া (৪০), আঃজলিল-(৩৫), মাসুক মিয়া(৪৩), আবু ছালেক(৩২), গফুর মিয়া (৫৫), সুমন মিয়া(২২),
ফিরোজ মিয়া-(৮৫), আশরাফুল (১৬), মাহিন(১৭), খসরু(৫০), মাহমুদা বেগম (৪৫), আলফু(৭৫), মেমরাজ(২৫),আরিফ মিয়া (২৫), আফিয়া বেগম(৭০), আরাফাত (১৬),শরীফ মিয়া (২০), সাইফুল মিয়া (১৪),
সজীব মিয়া (১৫), রাসেল মিয়া(৩২)।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুমন মিয়া(২২) ও ফিরোজ মিয়া-(৯৫) কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ্যবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।