মোঃ সাখাওয়াত হোসেন রিয়াদ- বান্দরবান জেলা প্রতিনিধি, ২ জানুয়ারি, বৃহস্পতিবার
বান্দরবানের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলা ছাত্রদলের উদ্যাগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র জনাব সাচিং প্রু জেরি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বি এন পি এর সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম নিলু,জেলা মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী উম্মে কুলসুম সোলতানা লিনা,জেলা ছাত্রদল এবং জেলা সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠুন,জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি জনাব দৌলত কবির সিদ্দিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সাচিং প্রু জেরি নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বিশাল র্যালি বের হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে পৌর ও উপজেলার এবং ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা যোগ দেন।
এ সময় বক্তারা বলেন,রাজপুত্র জনাব সাচিং প্রু জেরি নেতৃত্বে বান্দরবান জেলা ছাত্রদল, সুসংঘটিত ও ঐক্যবদ্ধবাভে আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।