মহিউল ইসলাম (উপজেলা প্রতিনিধি, তালা,সাতক্ষীরা)
তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে নববর্ষ ২০২৫ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সাতক্ষীরা ০১ আসনের (তালা-কলারোয়া) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ সাহেব শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় বছরের ১ম দিন থেকেই শুরু করে আজকেও সেই ধারাবাহিকতায় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াত নেতা হাফেজ শাহ আলম সহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মানুষের বিভিন্ন বিষয়ের খোজ-খবর নেন। এভাবেই দিন-রাত তিনি তার দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।