এস এম জহিরুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দারগারচালা এলাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর মেরিডিয়ান স্কুলে মা দিবস ও বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসাথে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেছেন।
৩১ ডিসেম্বর সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদ মাষ্টারের সঞ্চালনায় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল বাতেন বিএসসি, সাংবাদিক কলামিস্ট ও রসায়নবিদ সাঈদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক গফুর মোল্লা প্রমুখ।
এসময় কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।