জেলা প্রতিনিধি, গাজীপুর
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নদী বাঁচাতে যুব সম্মেলন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে
আজ (২৮ ডিসেম্বর) গাজীপুর পি টি আই অডিটোরিয়ামে বেলা ১১.০০ ঘটিকায় ” নদী বাঁচাতে যুব সম্মেলন” অনুষ্ঠিত হয়। পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এর সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন জনাব নাফিসা আরেফিন, জেলা প্রশাসক গাজীপুর। ড.সোহরাব আলী, অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর। ড.চৌধুরী জাবের সাদেক, পুলিশ সুপার গাজীপুর সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাধারণ ছাত্র ছাত্রী,যুব সমাজের প্রতিনিধি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।