মোঃ সাখাওয়াত হোসেন রিয়াদ ,জেলা প্রতিনিধি- বান্দরবান
খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন পাড়ায় শুভেচ্ছা কেক এবং শিশুদের জন্য উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী।
আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের অধিনস্থ ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প এবং বগালেক আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ২৫ টি দুর্গম এলাকার পাড়ায় শুভেচ্ছা স্বরুপ কেক ও শিশুদের বড়দিনের উপহার হিসেবে খেলনা সামগ্রী ও শীতের কাপড় বিতরণ করা হয়। এসময় ১ বীর এ কর্মরত ক্যাপ্টেন আশিকিন ও ক্যাপ্টেন জাহিদ উপস্থিত ছিলেন।উপহার সামগ্রী গ্রহণ করে নুপিয়ান বম জানান, বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসব সহযোগিতা পরিবার-পরিজন নিয়ে বড়দিন উদযাপনে বড় ভূমিকা রাখবে এবং সেনাবাহিনী ও পাহাড়ের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এদিকে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পাড়ায় বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর বলে সেনাবাহিনীর প্রতিনিধিরা সবাইকে আশ্বস্ত করেন।