সম্পাদকীয়
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ০৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে একটি বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আহত হয়েছেন দুই শ্রমিক।নিহত এক জন রং মেস্তরী
রোববার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ০৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে একটি বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অফিস কর্মকর্তা ও কর্মচারীদের থেকে জানা যায় বেলা ১:৩০ মিনিটে শ্রমিকদের দুপুরের খাবার এর বিরতির ১০ মিনিট পর তথা দুপুর ১:৪০ মিনিট এ ক্যামিকেল বিস্ফোরণ এর ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তার পর পর ই দেখা যায় ঐ ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া। ধোঁয়ায় ভাংনাহাটি গ্রামের আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে ।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবস্থার অবনতি দেখে গাজীপুর জেলার অন্যান্য ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে জেলার বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের আর ৭/৮ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উদ্ধার কাজে সহযোগিতা করেন শ্রীপুর মডেল থানার পুলিশ, গাজীপুর অঞ্চলের ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সহ এলাকার উপস্থিত জনতা
নিহত রং মিস্ত্রীর কোন তথ্য দিতে পারেননি অফিস কর্মকর্তা। এমনকি তার কোন নাম পরিচয় জানেন না বলে জানিয়েছেন উপস্থিত বোতাম কারখানার দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং হতাহতের ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করেন।
এ সময় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা নিবার্হী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষ।
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরো বোতাম ফ্যাক্টরি, আহত হয়েছেন দুই শ্রমিক ও নিহত হয়েছেন এক জন। নিহত রং মিস্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক কে অবহিত করে একটি একটি তদন্ত কমিটি গঠন করা হবে। হতাহতের খবর পাওয়া গেছে। তবে ক্ষয় ক্ষতির সঠিক কোন তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বোতাম কারখানার দায়িত্বরত একজন কর্মকর্তা।