মারুফুজ্জামান রেজা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি থেকে ফটিকছড়ি গামী একটি মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ১৭-৩৮৬১) নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময় একটি ট্রাক আরিফ হোসেনকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে'।