সবুজ হাওলাদার,বরগুনা সদর উপজেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরগুনা জেলায় বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।আর এতে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছেন বরগুনা আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাত হয় প্রথমে। এরপর রাত ৩টা থেকে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৫টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
তবে বরগুনা জেলায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না জানিয়ে আবহাওয়া অধিদপ্তরটি, সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়া এ বৃষ্টি সামনে আরও এক থেকে দুদিন হতে পারে বলে ধারনা, বৃষ্টি চলমান থাকলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং বৃষ্টি বন্ধ থাকলে ভোররাতে কুয়াশা পড়বে। সেক্ষেত্রে দৃষ্টিসীমা ৫শ’ থেকে ১ হাজার মিটারের মধ্যে চলে আসবে। আর বৃষ্টি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা নেই।
মাঠে থাকা আমন ধান ৫০ শতাংশ কাটা হয়েছে। আর থেমে থেমে বৃষ্টি সরিষার বেলায় প্রভাব ফেলবে না। তবে এমন বৃষ্টি শাকসবজির জন্য বেশ উপকারী।
অপরদিকে থেমে থেমে বৃষ্টিতে শীতের মাত্রা বৃদ্ধিতে নগরবাসীর জীবন যাত্রায় কিছুটা ছেদ পড়েছে। অর্ধবেলা পার হলেও সূর্যের দেখা নেই বলে শীত যেন জেঁকে বসেছে সন্ধ্যা বেলায়।
এদিকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ তেমন একটা বাইরে বের হচ্ছেন না। স্বাভাবিক সময়ে যানজটের রাস্তাগুলো আজ অনায়াসে পার হচ্ছেন যাত্রীরা। তবে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে পরিবহন চালকদের। এরই মধ্যে বরগুনা—ঢাকা সহ অন্য অন্য রোডগুলোতে গাড়ি চলাচল একদম স্বাভাবিক ছিল,তবে কোন দূর্ঘটনার বা হতাহতের খবর পাওয়া যায় নি।