সবুজ হাওলাদার
উপজেলা প্রতিনিধি, বরগুনা
আমতলী উপজেলায় আমড়া গাছিয়া এলাকার মো জাহাঙ্গীর নামে এক সাপুড়ের বাড়ি থেকে ০৪ টি ভিন্ন প্রজাতির সাপ এবং ঐ এলাকার লাল মিয়া নামে এক ব্যক্তির খাঁচায় বন্দী রাখা দুটি টিয়া পাখি উদ্ধার করে উপজেলা বন বিভাগ। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় উদ্ধারকৃত সাপ ও টিয়া পাখি দুটি অবমুক্ত করে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে আমতলী উপজেলার আমড়া গাছিয়া এলাকা থেকে সাপ উদ্ধার কাজে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ ছাড়া একিই দিনে সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী বাজার থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা দুটি টিয়া পাখি উদ্ধার করে উপজেলা বন বিভাগ।
এ বিষয়ে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় সাপুড়ে সাপ দিয়ে বাজারে বাজারে সাপ দিয়ে বানিজ্য করে আসছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কুসংস্কার ছড়িয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে ।
আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ ফিরোজ শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়েছি যে সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম এলাকার বাসিন্দা মো লাল মিয়া দুটি টিয়া পাখি আবদ্ধ করে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। বাজার থেকে টিয়া পাখি দুটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশরাফুল আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে অবগত না থাকায় সাপুড়ে জাহাঙ্গীর কে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাপ চারটি ও বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা টিয়া পাখি দুটি সহ বনে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান উপস্থিত থেকে এই নির্দেশ দেন বলে জানিয়েছেন উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ শেখ