সম্পাদকীয়
আজ মহান বিজয় দিবস। এই দিবসটি আমাদের কে স্বরন করিয়ে দেয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা শহীদ সূর্যসন্তানদের। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমাদের স্বাধীনতা। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
জাতীয় দৈনিক জাগ্রত সংবাদ এর পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জাগ্রত সংবাদ এর জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি,ষ্টাফ রিপোর্টার, ক্যাম্পাস প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার বৃন্দ।
গাজীপুর জেলা স্মৃতিসৌধে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সাহেব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় দৈনিক জাগ্রত সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ হোসেন, নিবার্হী সম্পাদক মোঃ ইমরান হক মহান বিজয় দিবসের শহীদ সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শেষে দৈনিক জাগ্রত সংবাদ এর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং সাংবাদিকদের বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীন বাংলার স্বাদ পেয়েছি
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ হোসেন আরো বলেন ভারতের কোন অপশক্তির কাছে আমাদের কলম কে থামিয়ে রাখতে পারবেনা। ফ্যাসিস্ট সরকারের মদদ পুষ্ট সাংবাদিকদের অপসাংবাদিকতার বিরুদ্ধে আপোষহীন ভাবে লড়াই করার আহ্বান জানান দৈনিক জাগ্রত সংবাদ এর সকল সাংবাদিকদের।
তিনি আরো বলেন নির্ভুল সংবাদ প্রচারে দৈনিক জাগ্রত সংবাদ বদ্ধপরিকর। আপনারা নির্ভুল সংবাদ সংগ্রহ করে আমাদের কে প্রচারে সহযোগিতা করবেন। আপনাদের যোগ্য সাংবাদিকতায় দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে আমার আপনার সকলের প্রিয় জাতীয় দৈনিক জাগ্রত সংবাদ
নিবার্হী সম্পাদক মোঃ ইমরান হকের সভাপতিত্বে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দৈনিক জাগ্রত সংবাদ এর সাংবাদিক, উপদেষ্টা ও পরিচালক সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী উক্ত আলোচনা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।