গাজীপুর জেলার সদর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা শহীদ সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকালে শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা শেষে নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড পুস্পাদম হোটেল মাঠে নেতাকর্মীদের দিক নির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রহমান ইমন ( বাবু) সহ গাজীপুর জেলা ও সদর উপজেলা বিএনপির সবস্তরের নেতা কর্মী।
প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ সূর্যসন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। তাদের এই ত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করে নেতাকর্মীরা। তারা আর বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে আর শক্তিশালী করার আহ্বান জানান। পথসভা শেষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন এর সভাপতিত্বে চা আড্ডায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।