দেশের ব্যাডমিন্টন অঙ্গনে আজ শোকের ছায়া। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসলাম আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানে হোটেল ঘুমের মধ্যে মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স ছিল ৫২ বছর তার মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশন এর সাধারণ সম্পাদক । তিনি বলেন আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না মোবাইল ও পাওয়া যায় না তখন আয়োজকরা হোটেল রুমের বাইরে থেকেই অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় রুমের দরজা ভাঙতে বাধ্য হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছন রাসেল আর নাই। তিনি ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেন। এছাড়াও বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি।তার মরদেহ দেশে আনার সকল কার্যক্রম অব্যাহত রাখছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন